
প্রাইম প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহিদ মোঃ বাদল বলেছেন, ছত্রিশ বছর পার হয়ে গেল। এতদিন কেন এর দাবি আদায় হলো না?। আজকে এটার জন্য দায়ি কোথাকার কোন আওয়ামী লীগের মেয়র । বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র দল। যেই দল মানুষের অন্ন,বস্ত্র, বাসস্থানের জন্য ছুটে চলে মানুষের কাছে। নারায়ণগঞ্জের মাটি, আওয়ামী লীগের ঘাটি। নারায়ণগঞ্জের মাটি, অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের ঘাটি।
বুধবার ২রা ডিসেম্বর বিকেলে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উপদেষ্টা নারায়ণগঞ্জ সনাতন ধর্মাবলম্বীদের প্রতীকী অনশনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমার বাবা মুসলামান আল্লাহ আমাকে সেখানে পাঠিয়েছেন তাই আমি মুসমালান। যদি আমাকে হিন্দু মায়ের ঘরে পাঠাতেন তাহলে আমি হিন্দু তাহলে সে আমার মা। যদি বোদ্ধের ঘরে পাঠাতেন তাহলে বোদ্ধের সন্তান। হাদিসে আছে, যে মানুষকে ভালবাসেন, আল্লাহ তাকে ভালবাসেন। সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই। এখানে হিন্দু-মুসলিমের কোন বেধাবেদ নাই। আমরা আমাদের জাতি। আমাদের দাবি আদায়ের জন্য এখানে একত্রিত হয়েছি। এখানে সব ঐক্যবদ্ধ হইয়েছি।
তিনি আরও বলেন, এই দাবি যেন এই মঞ্চের বক্তৃতার মধ্যে শেষ না হয়। আমি বলতে চাই, ভোট দিয়েছেন যাকে, আবার ভোট দিবেন কিনা সেটাও চিন্তার ব্যাপার জনতার ।আপনাকে এই জন্যে ভোট দিয়ে মেয়র করা হয়নি যে দেবোত্তর সম্পত্তি ঘ্রাস করবেন। আমি বলি না আপনি ঘ্রাস করেছেন। তাহলে এই মঞ্চে আসেন, টেবিলে এসে বক্তব্য দেন, উত্তর দেন। প্রত্যেকটা মানুষের কথার উত্তর দেন। যেভাবে ফুটপাতে আমার ভাইদের পিটিয়ে রক্তাক্ত করেছেন। শ্মশানের মাটি যেভাবে দখল করেছেন দেবোত্তর সম্পত্তির হিসাব দেন, দিতে হবে। উত্তর দেন। আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন?
তিনি বলেন, কি করলে এই দেবোত্তর সম্পত্তি উদ্ধার হবে? কি করলে এই সম্পত্তি উদ্ধার হবে। আমরা তা করার জন্য প্রস্তুত। অন্যাথায় আপনি প্রেস কনফারেন্স করেন। জবাব দেন। আওয়ামী লীগের টিকেট নিয়ে মেয়র হবেন, আর আপনার বদনাম আওয়ামী লীগ কাঁধে নিবে না।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও তার পরিবারের বিরুদ্ধে দেবোত্তর সম্পত্তি দখলের অপচেষ্টা ও হুমকি প্রদানের অভিযোগ এনে প্রতীকী গণঅনশন হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ। এসময় বিভিন্ন রাজনৈতিক, সাংগঠিনিক ব্যক্তিবর্গ সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন।
No posts found.