৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, বিকাল ৪:২২

মামুনুল হকের বাবার বিচার করতে হবে: শরীফুল

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম নারায়ণগঞ্জ:

ভাস্কর্য নির্মাণ করা যদি অন্যায় হয়, অপরাধ হয় এবং এর জন্য বিচার করতে হলে প্রথমে মাওলানা মামুনুল হকের বাবা আজিজুল হকের বিচার করতে হবে। কেননা যখন জিয়াউর রহমানের ভাস্কর্য স্থাপন করা হয় তখন চার দলীয় জোট সরকার ক্ষমতায় ছিলেন। সেই সময় ইসলামী ঐক্য জোটের সভাপতি পদে আসীন ছিলেন এই আজিজুল হক। তখন তারা কেউ কথা বলে নি, এখন মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ করার সময় অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করার পায়তারা করছেন।

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রদানকারীদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মো. শরীফুল হক এসব কথা বলেন।

মঙ্গলবার (০১ লা ডিসেম্বর) বিকেলে ঘাতক দালার নির্মূল কমিটির উদ্যোগে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, বাংলার জমিনে মৌলবাদী আচরণের আড়ালে বিশৃঙ্খলা করার চেষ্টা বরদাস্ত করা হবে না। এ দেশ হিন্দু-মুসলিম সকলের এবং দেশ স্বাধীন করতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান সকলেরই ভুমিকা ছিলো। তাই সকলে তার নিজ নিজ ধর্ম পালন করবে, এতে কারো কোনো বাধা দেয়ার অধিকার নেই।
মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি চন্দন শীলের সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জুলহাস ভুইয়া, আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি রবিউল ইসলাম, খসরু, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, সদর থানা আওয়ামীলীগের সভাপতি নাজির মাদবর।

আরও উপস্থিত ছিলেন শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহমান শরীফ বিন্দু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, শেখ সাফায়েত আলম সানী, মহানগর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জুয়েল হোসেন, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মুজিবুর রহমান, অনিল কুমার, ফকির নুর হোসেন প্রমুখ।

বাছাইকৃত সংবাদ

No posts found.