৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, বিকাল ৪:৫২

শিশু সোয়াইব হত্যা মামলায় তিন জনের ফাঁসি

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম প্রতিবেদকঃ

সোনারগাঁ পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও গ্রামের শিশু ৫ বছরের শিশু সোয়াইব হত্যা মামলার রায়ে ৩ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত৷ মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, রাজু, ফজল মুন্সি ও জসিম৷

সোমবার ৩০শে নভেম্বর দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাজিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন৷

দীর্ঘ সাত বছর পর চাঞ্চল্যকর এ হত্যা মামলায় ২৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন আদালত । সেই সঙ্গে একই মামলায় ৬ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত৷ এই মামলার আরেক আসামি নাছির অপ্রাপ্ত বয়ষ্ক হওয়ায় ১০ বছরের কারাদন্ডে দন্ডিত হয়েছেন৷

এদিকে রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় শুনে কান্নায় ভেঙে পড়েন সোয়াইবের বাবা নাজমুল হোসেন মাসুম এবং মা আফরোজা আক্তার। রায়ে অসন্তোষ প্রকাশ করে তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানান।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি আব্দুর রহিম বলেন, সোয়াইব হত্যাকান্ডের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকা আসামিরা পুলিশের তদন্তে গাফিলতির কারণে বেকসুর খালাস পেয়েছে। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথাও জানান তিনি।

সোয়াইবের বাবা নাজমুল ইসলাম মাসুম বলেন, ২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি দুপুরে সোয়াইব তার বন্ধুদের সাথে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার ৬ দিন পর বাড়ির পাশে জঙ্গল থেকে সোয়াইবের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনার পর সোয়াইবের বাবা তার ছেলেকে অপহরণের পর হত্যার বিষয়ে থানায় একটি মামলা করেন। নৃশংস এই হত্যাকান্ডের ঘটনায় ছয় আসামি বেকসুর খালাস পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন নাজমুল হোসেন।

বাছাইকৃত সংবাদ

No posts found.