
সদর উপজেলার ফতুল্লার মুসলিমনগরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২৫টি ঘর আগুনে পুড়ে গেছে বলে জানা যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে সদর উপজেলার মুসলিমনগরে নয়াপাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে । এসময় আশেপাশের টিনসেটের কাঁচাঘর গুলোতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যাওয়া ঘরগুলোতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বসবাস করতো বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছেছে তবে সরু সড়কের কারণে সেখানে আগুন নেভাতে দ্রুত পদক্ষেপ নিতে পারছেনা ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, সরু সড়কের কারণে সেখানে পানির ট্যাঙ্কগুলো আমরা প্রবেশ করাতে পারিনি। তিনটি ইউনিট কাজ করছে, আগুন প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে। সেখানে ২৫টির মত আধাপাকা ঘর রয়েছে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মন্ডলপাড়া ষ্টেশনের ফায়ার ম্যান মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে ফতুল্লার বিসিক ফায়ার ষ্টেশনের একটি এবং আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছেছে। সেখানে সড়ক সরু হওয়ায় আরো ইউনিট এখনো যায়নি। আগুন নেভাতে কাজ চলছে। প্রায় ২৫ টি ঘরে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে সেখানে থাকা আমাদের টিম জানিয়েছে। পরে আগুনের সুত্রপাত, ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানাতে পারবো।
স্থানীয় বাসিন্দা নাজমুল আলম জানান, হটাত করেই আগুন লাগার পরে সেখানে প্রায় ২৫ টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আমরা এলাকাবাসী আগুন নেভাতে চেষ্টা করছি, ফায়ার সার্ভিসও রয়েছে এখানে।
No posts found.