৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, বিকাল ৫:৪৪

ভোক্তা অধিকার আইন: অভিযোগ করলেই টাকা পাবেন

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম নারায়ণগঞ্জঃ

ভোক্তা অধিকার সংরক্ষন আইন অবহিত করন ও বাস্তবায়ন সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভোক্তা অধিকার অধিদপ্তরের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জসিম উদ্দিন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রত্যেক ভোক্তাদের তাদের অধিকার সম্পর্কে জানা থাকতে হবে। কোন ভোক্তা যদি তার নাম ঠিকানাসহ ত্রিশ দিনের মধ্যে ভোক্তা অধিকার বিরোধি কার্য সম্পর্কে কোন পণ্যের উৎপাদনকারী,প্রস্তুতকারী সরবরাহকারীর পাইকারী ও খুচরা বিক্রেতার বিরুদ্ধে লিখিত ভাবে কেউ অভিযোগ করতে পারবে। দায়েরকৃত অভিযোগ তদন্তে প্রমাণিত পাওয়া গেলে অভিযোগকারীকে তাৎক্ষণিকভাবে জরিমানার ২৫ শতাং দেয়া হবে বলে জানান ভোক্তা অধিকার জেলা কর্মককর্তা সেলিম জামান।

এছাড়াও বক্তারা আরও বলেন, মানুষ যেন যে কোন পণ্যের বিক্রয় মূল্য এবং মেয়াদ উত্তীর্ণ দেখে পণ্য ক্রয় করেন। সেই সাথে মিথ্যা ও প্রতারণা মুলক বিজ্ঞাপন হতে বিরত থাকতে হবে। ভেজাল ও নকল পণ্য বা ঐষধ প্রস্তুত ফরমালিন ক্ষতিকারক দ্রব্য মিশ্রিত খাদ্যপণ্য বিক্রয়ের বিরুদ্ধে সতর্ক হতে হবে। পণ্য ক্রয়ের সময় ওজন বা পরিমাপ সঠিক ভাবে বুঝে নেয়ার আহবান জানান ভোক্তাদের প্রতি আহবান জানানো হয় সভায়।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শামীম বেপারি,নাগরিক কমিটির সভাপতি এড. এবি সিদ্দিক, জেলা খাদ্য কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সহ সভাপতি কাজী জুলহাস, জেলা কমিউনিটি পুলিশিং সভাপতি ডা. শাহ নেওয়াজ, জেলা আড়ৎ মালিক সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রনি, মুদি দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল কাদির, বাজার কর্মকর্তা বাবুল হোসেন।

বাছাইকৃত সংবাদ

No posts found.