৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, সন্ধ্যা ৭:০৬

কৃষকলীগ নেতা লিটনের ভাই প্রথমে আটক পরে মুক্ত

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম নারায়ণগঞ্জ:

নানা অনিয়মের অভিযোগে সিভিল সার্জন ও ডিবি পুলিশের সহায়তায় জেলা প্রশাসনের দুই নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে নগরীর বিভিন্ন ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩ টি প্রতিষ্ঠানকে সিলগালা ও ২ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

একইসময়ে মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান লিটনের ছোট ভাই সামসুর রহমান লিমন ও সোহেল নামে দুইজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এর কিছুক্ষণ পরই লিমনকে আবার ছেড়েও দেয়া হয়। এরপরই ঘটনাস্থলে উপস্থিত হন লিমনের বড় ভাই মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান লিটন।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বিভিন্ন ক্লিনিকে অভিযানের অংশ হিসাবে সলিমুল্লাহ সড়কের সোহেল জেনারেল হাসপাতালে অভিযানকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রয়োজনীয় কোনো কাগজপত্রাদি ও অনুমোদন না থাকায় এবং নিয়ম বহির্ভূতভাবে চিকিৎসার নামে প্রতারণার কারণে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত।
এসময় প্রথমে শহরের খানপুর এলাকার বার একাডেমী স্কুলের বিপরীত পার্শ্বে অবস্থিত আশশিফা ডায়াগনস্টিক সেন্টার এন্ড জেনারেল হাসপাতালটি সিলগালা করে দেয়া হয় এবং প্রতিষ্ঠানটির মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর জোড়া টাংকি এলাকার নিউ সম্রাট জেনারেল হাসপাতালের মালিককে ১ লক্ষ টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করেন ভ্রাম্যমান আদালত।

পরে, নবাব সলিমুল্লাহ সড়কের সোহেল জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনাকালে প্রতিষ্ঠানটির মালিক সোহেল ও তার পার্টনার সামছুর রহমান লিমনকে প্রথমে গ্রেফতার করা হয় এবং হ্যান্ডকাফও পড়ানো হয়। এ সামছুর রহমান লিমন হলেন মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান লিটনের ছোট ভাই।

হ্যান্ডকাফ পড়ানোর কিছুক্ষণ পরই লিমনকে আবার ছেড়ে দেয়া হয় এবং জরিমানার টাকা পরিশোধ করা হলে সোহেলকেও ছেড়ে দেয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিষ্ট্রেটদ্বয়। তারা জানান, জরিমানার টাকা পরিশোধ করে তাহলে তাদের ছেড়ে দেয়া হবে।

বাছাইকৃত সংবাদ

No posts found.