
প্রাইম নারায়ণগঞ্জ:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল ইসলাম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে কেন্দ্রীয় ঘোষনা অনুযায়ী জেলা যুবদলের উদ্যোগে নারায়ণগঞ্জ চাষাঢ়া বালুর মাঠ এলাকায় এ বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশি বাধায় তাদের ফিরে যেতে হয়। এসময় পুলিশ দেখে ভয়ে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পলায়ন করে বলে জানায় স্থানীয়রা। পরে ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পুলিশ ফাড়ির দিকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জেলা যুবদলের ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন না জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক। আর এতেই নেতাকর্মীদের মাঝে কানাঘুষার শুরু হয়। নেতাকর্মীদেরকে বলতে শোনা গেছে, কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষে বিক্ষোভ সমাবেশ অথচ সভাপতি-সাধারণ সম্পাদক অনুপস্থিত। দলের দু:সময়ে তারা যদি ভুমিকা না ই রাখতে পারে তাহলে সংগঠনের বড় বড় পদ বহন করে লাভ কি?
অপরদিকে জেলা যুবদল সভাপতি-সাধারণ সম্পাদক অনুসারী নেতাকর্মীদের দাবী, জেলা যুবদলের এ বিক্ষোভ সমাবেশে সভাপতি টিটু ও সম্পাদক খোকনকে ডাকা হয় নি বা জানানো হয়নি। তারা নিজেরা নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে।
চাষাড়া পুলিশ ফাড়ির সামনে অনুষ্ঠেয় এ বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন চৌধুরী সালামত, ইসমাইল খান, দেলোয়ার হোসেন, আফজাল কবির, যুগ্ম সম্পাদক রাসেল আহমেদ, শাহিন আহমেদ, আরিফুজ্জামান ইমন, সহ সম্পাদক সেলিম হোসেন দিপু, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন, সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আশরাফ মোল্লা, বন্দর থানা যুবদল নেতা মহিউদ্দিন শিশির, সম্রাট হাসান সুজনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
No posts found.