
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের জালকুড়ি এলাকায় ঝুটের গোডাউনের আগুন নিয়ন্তণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।
হাজীগঞ্জ, আদমজী ও মন্ডলপাড়া ফায়ার স্টেশনের ৫ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানান মন্ডলপাড়া ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. আরেফিন।
তিনি বলেন, দুটি ঝুটে গোডাউনে আগুন লেগেছিল। তবে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনি কিছু বলা যাচ্ছে না বলে জানান তিনি।
এর আগে, সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে জালকুড়ির খিরত আলী স্কুলের পাশের একটি ঝুটের গোডাউনে আগুনের শুরু হয় বলে জানায় স্থানীয়রা। পরে তা আশেপাশের আরো গোডাউন ও দোকানে ছড়িয়ে পড়ে বলেও জানায় তারা।
No posts found.