
‘বিএনপির জন্ম হত্যার রাজনীতির মাধ্যমে এবং তারাই ক্রসফায়ার-গুম-খুন শুরু করেছিল‘ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের করা এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ বিএনপির নেতৃবৃন্দরা বলেন, এ ধরনের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। এ ধরনের বক্তব্য প্রত্যাহার করা উচিতএ বিএনপির জন্ম যদি হত্যার রাজনীতির মাধ্যমে হয়ে থাকে, তাহলে আওয়ামীলীগের পুনর্জন্মও হত্যার রাজনীতির মাধ্যমেই হয়েছে বলেও মনে করেন তারা।
বিএনপি সম্পর্কে বিরুপ এ মন্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এড: তৈমুর আলম খন্দকার প্রাইম নারায়ণগঞ্জকে বলেন, যদিও আমি বিএনপি করি, তবুও প্রতিটি দলের সিনিয়র নেতা ও মুক্তিযুদ্ধের পক্ষের যারা ছিলো তাদেরকে আমি সম্মান করি। একজন মুক্তিযোদ্ধা, জাতীয় সংসদের উপনেতা, বিশিষ্ট সিনিয়র নেত্রী ও সম্মাণিত ব্যক্তিত্ব সাজেদা চৌধুরী, ড. হাসান মাহমুদ সম্পর্কে বলেছিলেন সে একটা বেয়াদব। এমন একজন লোক সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, না বিএনপির জন্ম তো ৭ ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এটাতো ইতিহাসই বলে দেয়। বিএনপির জন্ম ৭৮ সালে, সে বছর তো কোনো ঘটনাও ঘটেনি। তাই ড. হাসান মাহমুদের বক্তব্য জনগন মেনে নেয় নাই, কোনোদিন মেনে নিবেও না।
মহানগর বিএনপির সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান বলেন, এ ধরনের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভুত। তারা ক্ষমতার দাপদে দেশের গণতান্ত্রিক শক্তিগুলোর বিরুদ্ধে বিভিন্ন কথা বলে প্রতিপক্ষকে দুর্বল করার চেষ্টা করে। আওয়ামীলীগের মতো একটি রাজনৈতিক দলে থেকে এ ধরনের বক্তব্য তার মুখে মানায় না। এ ধরনের বক্তব্য তার প্রত্যাহার করা উচিত। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দিয়ে রাজনৈতিক পরিবেশ নষ্ট না করার আহবান জানাচ্ছি আমি।
জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম বলেন, বিএনপির জন্ম গণতন্ত্র দিয়ে, গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হচ্ছে বিএনপি। আওয়ামীলীগ আজ যাদের কোলে তুলে নিয়েছে এদের দ্বারাই শেখ মুজিবুর রহমান সাহেব মৃত্যুবরণ করেছে। আর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসে তখন আজকের প্রধানমন্ত্রীকে সেই বাংলাদেশে ফিরিয়ে এনেছেন এবং বহুদলীয় গণতন্ত্র তখনই ফিরিয়ে দিয়েছেন। তাই গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপির জন্ম হয়েছে।
মহানগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি আবুল কাউসার আশা বলেন, এ ধরনের অবান্তর কথাবার্তা সম্পর্কে মন্তব্য করার ভাষা নাই। বিএনপির জন্মের মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্রের পুনর্জন্ম হয়েছে। বিএনপির জন্ম যদি হত্যার মাধ্যমে হয়ে থাকে তাহলে আওয়ামীলীগের পুনর্জন্মটাও হত্যার মাধ্যমে হয়েছে। কেননা আওয়ামীলীগের পুনর্জন্মতো জিয়াউর রহমান সাহেবের হাতেই হয়েছে।
No posts found.