
প্রাইম নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে পুলিশের উচ্ছেদ অভিযানে অটোরিক্সার চলাচল অনেকটা কমে গেলেও বেপরোয়াভাবে চলছে ঢাকা-নারায়ণগঞ্জ সংযুক্ত সড়কে। যানজটময় সড়কে পরিণত হওয়ার প্রধান কারণ এখন এই অটোরিক্সা। সড়কের দু’পাশেই নিজেদের ইচ্ছেমতো চলাফেরা করে অটোরিক্সা চালকরা। যাত্রীদের সুবিধা ও নিজেদের সুবিধার কথা চিন্তা করে অধিকাংশ সময় উল্টো পথে চলতে দেখা যায় তাদের। ফলে এই সড়কের সাইনবোর্ড থেকে চাষাড়ায় যেতে যানজটের হটস্পট জালকুড়ি ও শিবু মার্কেটসহ প্রায় ৭টি স্ট্যান্ডে যাত্রী উঠা নামা করে। এতে করে দীর্ঘতম যানজটে ভোগান্তিতে পড়তে হচ্ছে অফিস ফেরত ও ঘরমুখো মানুষদের।
সরজমিনে দেখা যায়, সাইনবোর্ড থেকে চাষাড়ায় পৌঁছতে সর্বোচ্চ সময় ৩০ মিনিট লাগলেও এখন লাগছে এক ঘন্টার উর্ধ্বে। শুরুটা একটু দ্রুততর হলেও আটকে যায় জালকুড়িতে। বাস, ট্রাক, সিএনজির পাশাপাশি অসংখ্য অটোরিক্সা ঘুরে বেড়ায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে। কে কার আগে যাবে এই প্রতিযোগীতায় ব্যস্ত থাকে অটোরিক্সা চালকেরা।
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি স্ট্যান্ড দিয়ে ডানে পাগলা এবং বামে সিদ্ধিরগঞ্জ যাতায়াতের সংযোগ সড়ক হওয়ায় দুদিক থেকেই মানুষ যাতায়াত করে।এতে করে ৫টাকা, ১০টাকার ভাড়ায় পদে পদে যাত্রী তুলতে দেখা যায় তাদের। অন্যদিকে শিবু মার্কেটের ডানে পাগলা-পঞ্চবটি ও ডানে সিদ্ধিরগঞ্জ সংযোগ সড়ক রয়েছে। এর ফলে দ্রুত যাতায়াতের জন্য সংযোগ সড়কগুলো মানুষ যাতায়াত করে । তবে অভিযোগ রয়েছে এ দুই সংযোগ সড়কে নেই পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থা। ফলে ঢাকা-নারায়ণগঞ্জ সংযুক্ত সড়কে যাতায়াতকারী মানুষদের ভোগান্তির পোহাতে হচ্ছে।
চাষাড়া এলাকার নাদিম আহম্মেদ প্রাইম নারায়ণগঞ্জকে বলেন, বিকেল ৫টায় সাইনবোর্ড থেকে অটোরিক্সায় উঠি। এখন পৌনে ছয়টা। যায়গায় যায়গায় যাত্রী উঠা নামা করায়। সেই সাথে প্রতিযোগীতা করে গাড়ি চালায় তারা। ফলে ৪৫ মিনিটেই শিবু মার্কেটেও পৌঁছানো সম্ভব হয়নি। গরম ও যানজটে দিন দিন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছি।
শিবু মার্কেট এলাকার চা দোকানি জামিল মিয়া (৪০) বলেন, এখানে দিনের অধিকাংশ সময় যানজট লেগেই থাকে। বিভিন্ন রুটের ট্রাক, বাস এই রাস্তা শর্টকাট হিসেবে ব্যাবহার করার জন্যে ঢুকে, ফলে রাস্তা সরু বিধায় দুটো ট্রাক ক্রস করতে পারে না। অন্যদিকে অটোরিক্সাতো আছেই একটার পর একটা আসতেই থাকে। মনে হয় যাত্রীর চেয়ে গাড়ি বেশি।
ট্রাফিক ইন্সপেক্টর কামরুল ইসলাম প্রাইম নারায়ণগঞ্জকে জানান, লিংকরোড দিয়ে অনিয়ন্ত্রিতভাবে অটোরিক্সা চলাচলের ফলে যানজট সৃষ্টি হওয়ার বিষয়টি স্বীকার করি। তাদের নিয়ন্ত্রণ করতে আমরা একটি র্যানকার নামিয়েছি। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে চলাচলরত অটোরিক্সারগুলোকে উচ্ছেদের জন্য আমরা কাজ করে যাচ্ছি।
No posts found.