৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, রাত ১০:৪২

বসুন্ধরা সিমেন্ট কারাখানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৬

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের বন্দরে বসুন্ধরা সিমেন্ট কারাখানায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরিত অগ্নিকান্ডে ৬জন দগ্ধ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুই দগ্ধ শ্রমিককে  শেখ হাসিনা জাতীয় বার্ণ ইনিস্টিটিউটে ভর্তি আছেন।

রোববার ৮ই নভেম্বর বেলা ১২টার দিকে উপজেলার মদনগঞ্জ এলাকায় অবস্থিত বসুন্ধরার সিমেন্ট কারখানায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে আগুন লাগে।

দগ্ধ শ্রমিকরা হলেন, সাইফুল জামান, মাসুদ রানা, রাতুল আরেফিন, আবুল কালাম আজাদ ও দেলোয়ার আলী।দগ্ধদের মধ্যে সাইফুল জামানের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। এছাড়া অন্য শ্রমিকদের শরীরের ৭ শতাংশ পুড়েছে বলে জানিয়েছেন বার্ণ ইন্সটিটিউটের চিকিৎসক।  

বন্দর থানার ওসি ফখরুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের খবর পেয়েছি । বসুন্ধরা গ্রুপের সিমেন্ট কারখানায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে আগুন লেগেছে।

বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা জিন্নাত আলী জানান , ‘দুপুরে বসুন্ধরা সিমেন্ট কারখানায় আগুন লাগার খবর পেয়ে আমরা সেখানে যাই। গিয়ে দেখি আগুন নিভে গেছে। তবে আগুনে পোড়া দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

বাছাইকৃত সংবাদ

No posts found.