
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েলের সুস্থ্যতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৪ নভেম্বর) বিকেলে রূপগঞ্জ স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে এ মিলাদ ও দোয়া অনুুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম।
আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকদলের সহ সভাপতি জাহিদ আমির, আঃ হালিম, শফিউল আজম রাজু, যুগ্ম সম্পাদক সোলমান, সেলিম, সহ সাধারণ সম্পাদক শিপন, মামুন সানি, প্রচার সম্পাদক আবু দায়েন, রাজন, রাকিব, সাব্বির, মামুনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
দোয়ার পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে দোয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েলের সুস্থ্যতা কামনা করা হয়।
No posts found.