৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, রাত ১১:৩৬

একজন গর্জনে, চারজন ঘুমিয়ে

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম প্রতিবেদকঃ

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ফ্রান্সের সরকার মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কুটুক্তির প্রতিবাদ সর্বস্তরের মুসলমান জানান দিলেও নীরব ভূমিকায় নারায়ণগঞ্জের চার সংসদ সদস্য। জেলার  পাঁচটি সাংসদীয় আসনের সব সাংসদই মুসলমান ধর্মের। সাধারন কোন বিষয় নিয়ে অতীতে বেশ গর্জন দিলেও নবীকে ব্যাঙ্গ করার প্রতিবাদে সম্পূর্ণ নীরব ভূমিকায় তারা। তাহলে তাদের কি নবীর প্রতি দরদ নেই।

তবে এদের মধ্যে নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা ফ্রান্স প্রেসিডেন্টের বিরুদ্ধে গর্জন দিয়েছে। গেল সোমবারে সোনারগাঁয়ে আল্লামা শাহ আহমদ শফী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিলে তিনি বলেন, আমার নবীকে নিয়ে ফ্রান্সের ওই কুকুরের বাচ্চা ব্যঙ্গ করেছে, যদি আজকে সামনে পেতাম তাকে হত্যা করে ফাঁসির কাষ্টরিতে উঠতাম। তিনি বলেন, ফ্রান্সের প্রেসিডেন্টকে হত্যা করে ফাঁসির মঞ্চে উঠতে রাজি আছি।তিনি আরও বলেন, একজন সংসদ হিসাবে আমি আপনাকে বলতে চাই,আমার নবীর বাইরে আর কিছুই নাই, আমার নবীর বাইরে কোন পরিচয় নাই। আমার নবীকে নিয়ে যে ব্যঙ্গ করবে তার সাথে কিসের সম্পর্ক?

নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতিক। একজন মন্ত্রী,সাংসদ ও বীর প্রতিক খেতাব পাওয়া গেরিলাযোদ্ধাও নীরব ভুমিকায় রয়েছেন।মন্ত্রী গাজী সবসময় নিজ ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মের উৎসব, সামজিক উন্নয়নে তিনি এগিয়ে থাকেন। করোনাকালে দেশের প্রথম বেসরকারি অর্থায়নে গাজী পিসিআর ল্যাব প্রতিষ্ঠা করে লোকজনদের সহযোগীতা করে বেশ প্রশংসা কুড়িয়েছেন।  সম্প্রতিকালে  বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করলেও নবী করীম (স.) কে নিয়ে কুটুক্তির প্রতিবাদে তিনি কিছু বলতে দেখা যায়নি।

নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ সদস্য নজরুল ইসলাম বাবু রাজনীতিতে সক্রিয় ভূমিকা রয়েছে ছাত্রজীবন থেকেই। তিনি তার নির্বাচনি এলাকায় ব্যপক উন্নয়নের মধ্যে কমবেশি মসজিদ, মাদ্রাসা নির্মানে সহযোগীতা করেছেন। এছাড়া একজন টকশো বক্তা হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন দেশ উল্লেখযোগ্য টেলিভিশনে। যেকোন বিষয় নিয়ে প্রতিবাদের আওয়াজ তুললেও নীরব এই সাংসদ।

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান । যাকে দেশের এমন কোন মানুষ নেই যে তার নাম চিনেন না বা জানেন না। তিনি একজন আলোচিত ও সমালোচিত সাংসদ হিসেবে সকলের মুখে মুখে। সবসময় কোরআন, হাদীস নিয়ে কথা বলা শামীম ওসমান নবীকে নিয়ে কুটুক্তির প্রতিবাদে কিছুই বলছেন না তিনি। ২০১৮ সালের মার্চ মাসে জামতলায় এক ওয়াজ ও মাহফিলে শামীম ওসমান বলেছিলেন, আমার আল্লাহ রাসূল (সা:) কে নিয়ে যদি কোনো কটুক্তি করো, তাহলে এমপিগিরি ছাইড়া দিবো, গর্দান নামিয়ে ফেলবো। রাজনীতি রাজনীতির জায়গায় আর আমার ধর্ম আমার ধর্মের জায়গায়। কোনো ধর্মের উপর আঘাত করবা না, কাউকে আঘাত করতে দিও না। তুমি ধর্ম মানো না, মানিও না, আমার আপত্তি নাই কিন্তু তুমি আমার আল্লাহ রাসূল (সা:) কে নিয়ে যদি কটুক্তি করো তাহলে গর্দান নামাইয়া ফেলবো। কোনো ছাড় নাই, আমি মাইকে বললাম। ভয় পাইলে একমাত্র আল্লাহকে ভয় পাবো, আর কাউকে ভয় পাবো না।কাউকে ভয় না পাওয়া শামীম ওসমান আজও নীরব ভূমিকায় রয়েছেন।

নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান। একজন ব্যবসায়ী, জনদরদি সাংসদ হিসেবে বন্দরসহ গোটা নারায়ণগঞ্জে তার নাম ও খ্যাতি রয়েছে। করোনাকালে নারায়ণগঞ্জের মানূষের জন্য চিকিৎসা ব্যবস্থায় অনেক সহযোগীতা করেছেন। ডাক্তার, নার্সদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করেছিলেন তিনি।  নিজের নির্বাচনী এলাকায় স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও অন্যান্য ধর্মালম্বিদের জন্য নির্মান করেছেন ধর্মীয় উপাসনালয়। তার ছোট ভাই শামীম অসমানের মত তাকেও বলতে শুনা যায় অন্যায়ের বিরুদ্ধে। তবে হযরত মুহাম্মদ (স.)-কে নিয়ে কুটুক্তির প্রতিবাদে তিনি এখনও নীরব ভূমিকায় রয়েছেন।

বাছাইকৃত সংবাদ

No posts found.