৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, রাত ১২:৪৮

চলন্তবাসে শিশুকে যৌন হয়রানী, বাস হেলপার আটক

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম প্রতিবেদকঃ

চলন্তবাসে ১১ বছরের এক শিশুকে যৌন হয়রানী এবং শিশুটির স্পর্শকাতর স্থানে স্পর্শ করে হস্তমৈথুন করার অপরাধে মিলন মিয়া (৩২) নামের এক বাস হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ।এই ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে সোনারগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

বৃহস্পতিবার ২৯ অক্টোবর চাঁদপুর থেকে ঢাকাগামী চলন্ত বাসে সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় শিশুটির মা জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করলে সোনারগাঁ থানা পুলিশ ওই বাস হেলপারকে গ্রেফতার করে।

জানা গেছে, বৃহস্পতিবার ভোরে শিশুটির মা তার অপর এক ছেলেকে নিয়ে চাঁদপুরের হাজীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে বাসে উঠেন। চলন্তবাসে শিশুটি ঘুমিয়ে পড়লে শিশুটিকে দুই আসন সিটে ঘুমতে দিয়ে শিশুটির মা অপর একটি সিটে তার আরেক ছেলে সন্তান নিয়ে ঘুমিয়ে পড়ে।

এসময় বাসের হেলপার মিলন মিয়া শিশুটির শরীরের বিভিন্ন স্থানে সম্পর্শ করে এবং হস্তমৈথুন করে শিশুটির শরীরে বীর্য ফেলে। ঘটনাটি নজরে আসে নাসির (৩৯) নামের আরেক যাত্রীর। ওই যাত্রী হেলপারকে জিজ্ঞাসা করলে বাসের অন্যান্য যাত্রীরাও এসে হেলপারকে হাতেনাতে ধরেন। ওই সময় শিশুটির মায়ের ঘুম ভাঙ্গলে তিনি যাত্রীদের কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন,যৌন হয়রানীর ঘটনায় বাসের সেই হেলপারকে গ্রেপ্তার করেছি এবং জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আসামীকে কোর্টে সোপর্দ করা হয়েছে।

বাছাইকৃত সংবাদ

No posts found.