৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, রাত ১:০১

সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় পোশাক শ্রমিকের মৃত্যু

প্রাইমনারায়ণগঞ্জ.কম

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ

সিদ্ধিরগঞ্জে কাজ শেষে বাড়ি ফেরার সময় রোকসানা নামে পোশাক শ্রমিক কাভার্ডভ্যানের চাপায় নিহত হয়েছে।নিহত ওই পোশাক শ্রমিকের নাম রোকসানা আক্তার (৩০)। তিনি মেসার্স সিম্বা ফ্যাশন লিমিটেডের মেশিন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার ২৯ অক্টোবর রাত ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর মুনলাক্স ফ্যাক্টরির সামনে  এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইপিজেড থেকে কাজ শেষে বাড়ি ফেরার সময় মুনলাক্স ফ্যাক্টরির সামনে রাস্তা পার হচ্ছিলেন রোকসানা। এ সময় দ্রুতগতিতে আসা একটি কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর কাভার্ডভ্যান ফেলে পালিয়ে যান চালক।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রফিউদ্দৌলা জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ করেছে। চালককে আতটের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

বাছাইকৃত সংবাদ

No posts found.