
আড়াইহাজার প্রতিনিধি:
নারায়নগঞ্জের আড়াইহাজারে ৬০ পিস ইয়াবাহ এবং ২ লিটার চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ,আড়াইহাজার পৌড়সভার কৃষ্ণপুরা গ্রামের মৃত হযরত আলীর ছেলে রফিক ওরফে টুন্ডা রফিক (৫০) গাজিপুরা গ্রামের নুরুল ইসলামের ছেলে রাসেল (৩৫) ।
সোমবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এস ্আই মুঞ্জুর রহমান সংঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে বাঘানগর আলিয়া মাদ্রসা সংলগ্ন এলাকা থেকে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার সময় তাদের দুজনকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় রফিক ওরফে টুন্ডা রফিকের কাছ থেকে ৬০ পিস ইয়াবাহ এবং রাসেলের কাছ থেকে বোতলে ভর্তি ২ লিটার চুলাই মদ উদ্ধার করা হয়।
আড়াইহাজার থানার ওসি মোঃ নজরুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দিয়ে মঙ্গলবার তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
No posts found.