
সোনারগাঁ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নানাখী এলাকায় জাতীয় পার্টি নেতা আলী আকবরকে মুখোশধারী সন্ত্রাসীরা কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আলী আকবরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আলী আকবরের ছেলে আবু হানিফ জানায়, রাত আনুমানিক ২টার দিকে ৭/৮ জন মুখোশধারী সন্ত্রাসী তাদের বাড়ির কলাপসিবল গেইটের তালা ভেঙে ভিতরে ঢুকে তার বাবা আলী আকবরের রুমে প্রবেশ করে।
এসময় সন্ত্রাসীরা ধারালো চাপাতি দিয়ে তার বাবার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এক পর্যায়ে তাদের আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে সন্ত্রাসীরা পালিয়ে যায়৷ এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রাইম নারায়ণগঞ্জকে বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
No posts found.