৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, রাত ২:২০

৪০ লিটার চোলাই মদসহ দুইজন আটক

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম বার্তাঃ

নারায়ণগঞ্জ ১নং টার্মিনাল ঘাটের সামনে থেকে ৪০ লিটার দেশীয় তৈরি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতারকৃতরা হলেন,  বন্দরের সোনাচোরা এলাকার মোঃ সাজু (৫৯)ও সদর থানার মিনা বাজার এলাকার মোঃ বাবুল (৬৩)।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল পৌনে ১০ টার দিকে র‍্যাব-১১ এর আভিযানিক দল গোপন সূত্রের মাধ্যমে তাদের গ্রেফতার করে। এসময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‍্যাব-১১এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, আসামীরা দীর্ঘদিন যাবৎ দেশীয় তৈরী মদ ক্রয়-বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের ৪০ লিটার দেশীয় মদসহ আটক করা হয় যার বাজার মূল্য বিশ হাজার টাকা। আসামীদের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাছাইকৃত সংবাদ

No posts found.