
নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ টিমের তৎপরতার কারনে কিশোর গ্যাংয়ের হাত থেকে রক্ষা পেয়েছে এক যুবক। মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় শহরের চাষাঢ়ায় মারধরের পর ওই যুবককে তুলে নেয়ার চেষ্টা করে ২০ জনের একটি গ্রুপ। চাষাঢ়া শহীদ মিনারের সামনে এলে পুলিশের চোখে পরে। পুলিশ ওই যুবককে নিয়ে যেতে বাধা দিলে কিশোর গ্যাংয়ের সদস্যরা পুলিশের সাথে ধমকের সুরে কথা বলে।
এ ঘটনায় একটি সুইচ গিয়ারসহ ৪জনকে আটক করেছে পুলিশ। আহত যুবককে প্রথমে ভিক্টোরিয়া হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একদল ছেলে এক যুবককে মোবাইল ছিনতাইকারী বলে বেধড়ক মারধর করতে করতে শহীদ মিনারের পেছনের সড়কে নিয়ে আসে। পরে তাকে রিকশায় উঠিয়ে শিবু মার্কেটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে মারধরের শিকার যুবক জানায়, তাকে চাষাঢ়ার লুৎফা টাওয়ারের সামনে থেকে মিথ্যা অপবাদ দিয়ে মারধর করতে করতে চাষাঢ়ায় নিয়ে আসা হয়। পরে পুলিশ সদস্যরা ওই যুবকদের আটক করে এবং পকেট তল্লাশি করে একটি চাকু (সুইচ গিয়ার) পায়। তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছে।
শহীদ মিনারের পেছনের সড়কের এক চা বিক্রেতা বলেন, ছিনতাইকারী বইলা ছেলেটারে খুব মারছে। তারে তুইল্লাও নিয়া যাইতে চাইছিল। পরে পুলিশ আইসা কয়েকজনকে ধইরা নিয়া যায়। আশপাশের দোকানীরা জানান, যুবককে তুলে নেয়ার সাথে জড়িতরা নিয়মিত শহীদ মিনারে এসে মানুষের উপর অত্যাচার করে। যাকে খুশী তাকে মারধর করে। তারা আরও বলেন, এএসআই মাসুদ ও তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা সাহসী ভূমিকা রাখায় ওই যুবক রক্ষা পেয়েছে। তবে প্রথমে কিশোর গ্যাং সদস্যরা পুলিশের সাথে গরম ভাষায় কথা বলে। ওরা পুলিশের মুখের সামনে আঙ্গুল তুলে চোখ রাঙ্গিয়ে ধমক দেয়।
ঘটনাস্থলে থাকা এএসআই মাসুদ জানান, উদ্ধার হওয়া যুবককে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়েছি। চিকিৎসকরা তার অবস্থা আশংকাজনক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। তাদের কাছে সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে।
এদিকে ভুক্তভোগী যুবক জানান, তিনি উকিল পাড়া এলাকার একটি হোসিয়ারি কর্মী। তাকে অযথবা মারধর করে তুলে নিচ্ছিলো কিশোর গ্যাং।
এ বিষয়ে সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে চারজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি চাকু পেয়েছি। তারা কিশোর গ্যাংয়ের সদস্য। মিথ্যা অপবাদ দিয়ে এক যুবককে মারধর করছিল। আহত যুবককে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
No posts found.