
প্রাইম ডেস্কঃ
রাজধানীর খিলক্ষেতের মাস্তুল এলাকায় মেধাবী শিক্ষার্থী জনি মিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে তার সহপাঠী ও স্বজনেরা।
রোববার ১৮ অক্টোবর বিকেল ৪ টায় রাজধানীর মিরপুর দারুসসালাম এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জনি মিয়া ঢাকা সেন্ট্রাল পলিটেকনিকের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের শিক্ষার্থী ছিল। তার কারও সাথে কোন দ্বন্ধ থাকার কারন নেই। তবে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে জনিকে হত্যার পরে তাকে গাড়ি চাপা দেওয়া হয়েছে বলে তার স্বজনদের অভিযোগ।
প্রসঙ্গত, খিলক্ষেত মাস্তুল এলাকায় দুলাল এন্টারপ্রাইজ নামে একটি বালু বিক্রির প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন। গত ১৩ অক্টোবর রাতে নির্মম ভাবে হত্যা করে রাকিব গং রা। পরে ১৪ অক্টোবর খিলক্ষেত থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।
No posts found.