
প্রাইম প্রতিবেদকঃ
জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন নারায়ণগঞ্জের আলোচিত শ্রমিক নেতা কাউসার আহমেদ পলাশ ।
রোববার (১৮ অক্টোবর) রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত চিঠিতে জাতীয় শ্রমিক লীগের ৩৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কাউসার আহমেদ পলাশ জাতীয় শ্রমিক লীগের পূর্বের কমিটির শ্রম ও উন্নয়ন বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার সংগঠনর কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছেন।
এছাড়া নারায়ণগঞ্জের আরও দুইজন শ্রমিক নেতা শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন। তারা হলেন, সহ-সভাপতি পদে বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মহসীন ভূইঁয়া এবং আইন ও দর কষাকষি বিষয়ক সম্পাদক পদে তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মো. কাজিম উদ্দিন।
No posts found.