
প্রাইম প্রতিবেদকঃ
ফেনীতে ধর্ষণ বিরোধী সমাবেশ শেষ করে নোয়াখালির যাওয়ার সময় ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে লংমার্চের আন্দোলনকারীদের বাসে হামলা করা হয়েছে। এতে নারায়ণগঞ্জের নিধি, সাব্বির, আশা নামের ৩ জন আন্দোলনকারীসহ ১০-১২জন আহত হয়েছেন।
শনিবার ১৭ অক্টোবর দুপুর ১২ টায় পুলিশি সহায়তায় ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা লংমার্চে হামলা চালিয়ে গাড়ি ভাংচুর ও নেতাকর্মীদের মারধর করেছে বলে জানিয়েছে লংমার্চে অংশগ্রহণকারীরা।
লংমার্চে অংশগ্রহণকারীদের অভিযোগ, কয়েক দফা বাধা অতিক্রম করেফেনীতে সমাবেশ শেষ করে নোয়াখালীর উদ্দেশ্যে বাস ছাড়ার সময় পুলিশ বাসের চাবি কেড়ে নেয়। বাসের সব কাঁচের জানালা ভেঙ্গে ফেলে। বাসের দরজা বন্ধ করে দেওয়ায় ভেতরে আসতে পারেনি। কিন্তু কাঁচ লেগে অনেকে আহত হয়েছে। আমরা এখনও খুব ভয়ে আছি। যেকোন সময় আবার হামলার শিকার হতে পারি। এখানকার স্থানীয় নেতাদেরকে পুলিশ শাসিয়ে গেছে। পুলিশও আমাদের আটকানোর চেষ্টা করছে।
No posts found.