
রূপগঞ্জ প্রতিনিধিঃ
রূপগঞ্জেরতারাবো পৌরসভা কার্যালয়ের পাশে ৫০০ আসন বিশিষ্ট ‘হাছিনা গাজী পৌর অডিটোরিয়াম’ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার খাদুন এলাকায় এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘তারাবো পৌরবাসীকে এখন আর চিকিৎসার জন্য ঢাকায় যেতে হবে না। আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস প্রজেক্টের মাধ্যমে তারা এখন এখানেই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবে। এজন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া তারাবো পৌরসভাকে আধুনিক সমৃদ্ধ পৌরসভা গড়তে পৌরবাসীর সহযোগিতা কামনা করছি।’
এসময় উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ নুসরাত জাহান, তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারাবো পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, তারাবো পৌরসভার সচিব তাজুল ইসলাম, তারাবো পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোল্লা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন প্রমূখ।
No posts found.