
নগর প্রতিবেদকঃ
করোনা ভাইরাসের কারণে সীমিত পরিসরে ঘোষণা হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট ।
নাসিকের প্রধান নির্বাহী আবুল আমিন জানিয়েছেন, আগামী ১৩ অক্টোবর, মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিটে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এ বাজেট ঘোষণা করা হবে ।
২০২০-২০২১ অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
২০১৯-২০২০ অর্থ বছরের রেকর্ড পরিমাণ বাজেটে ঘোষণা করা হয়েছিল। যার পরিমাণ ছিল ৮৭০ কোটি ৩৯ লাখ ৭৭ হাজার ৭৬ টাকা। প্রস্তাবিত ওই বাজেটে শহরের বাবুরাইল খালকে আধুনিকায়তান, বিভিন্ন এলাকার রাস্তা ও ড্রেনের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। এছাড়া সিটি করপোরেশেনের বেশ কয়েকটি ওয়ার্ডে স্বাস্থ্য সেবার উন্নতিকরণ, মাঠ ও জলাধার সংরক্ষণকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
তবে ২০২০-২০২১ অর্থ বছরে করোনা ভাইরাসের কারণে বাজেটের পরিমান অনেকাংশে বাড়তি হবে মনে করছেন নগরবাসী।
No posts found.