৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ৯:৫১

‘হট জিম’ এর সহ-সভাপতি নির্বাচিত শুভ আহমেদ

প্রাইমনারায়ণগঞ্জ.কম

নিজস্ব প্রতিবেদকঃ

ব্যাপক প্রচার-প্রচারণার পর উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নারায়ণগঞ্জ জিম মালিক ওনার্স এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ওসমানী ষ্টেডিয়ামে জিম মালিক সমিতির বহুল আলোচিত এবং কাঙ্খিত এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

২ বছর মেয়াদী এ নির্বাচনে সবচেয়ে বেশী ভোট পেয়ে প্রথম সহ-সভাপতি নির্বাচিত হন ‘হট জিম’ এর কর্ণধার দেওভোগ পাক্কারোডের কৃতি সন্তান শুভ আহমেদ।

সহ-সভাপতি নির্বাচিত হয়ে বাংলাদেশ বডি-বিল্ডিং ফেডারেশন এর দুই ভাইস প্রেসিডেন্ট খালেদ আব্দুল্লাহ বাবু ও ডা. কামরুজ্জামানকে ফুলেল জানান শুভ আহমেদ। অপরদিকে, তারাও শুভ আহমেদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

এদিকে সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় ‘হট জিম’ এর কর্ণধার শুভ আহমেদকে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

উল্লেখ্য, এ নির্বাচনে সভাপতি পদে চঞ্চল আহমেদ ও সাধারণ সম্পাদক পদে এনামুল ফেরদৌসসহ অন্যান্য পদে মোট ০৯ জন বিজয় লাভ করে। তারা সকলেই আগামী ২ বছরের জন্য নির্বাচিত হয়েছেন।

বাছাইকৃত সংবাদ

No posts found.