৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ৯:৫১

নানীকে অজ্ঞান করে নাতনিকে ধর্ষণ

প্রাইমনারায়ণগঞ্জ.কম

নিজস্ব সংবাদদাতা:

বন্দরে ঘুমের ঔষধ খাইয়ে নানীকে অচেতন করে স্কুল পড়ুয়া নাতনিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনের মধ্যে দুইজন জাহিদ ও আসিফ ভুক্তভোগীর মামাতো ভাই। অপরজন রোহান ওই দুইজনের খালাতো ভাই।

সোমবার (৫ অক্টোবর) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুন এর আদালতে ২২ ধারায় ধর্ষিতার জবানবন্দি রেকর্ড করা হয়। এর সত্যতা নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক আসাদুজ্জামান।

এ ঘটনায় ৪ অক্টোবর বন্দর থানায় মামলা করেছেন ভুক্তভোগীর মা। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, গত ১৮ সেপ্টেম্বর বন্দর উপজেলার নবীগঞ্জ বড় বাড়ি এলাকায় নানীর বাড়িতে বেড়াতে যায় তার অষ্টম শ্রেনী পড়ুয়া মেয়ে। ৩ অক্টোবর মেয়েটির মামাতো ভাই ওই এলাকার রুহুল আমীনের ছেলে জাহিদ ও আসিফ এবং তাদের খালাতো ভাই রোহান সেভেন আপ নিয়ে আমার মেয়ে ও মাকে পান করায়। সেভেন আপ পান করার পর তারা অচেতন হয়ে পরে। এ সুযোগে আমার মেয়েকে অপর দুইজনের সহযোগীতায় ধর্ষণ করে জাহিদ।

বন্দর থানার এসআই মোদাচ্ছের জানান, ভুক্তভোগীর মেয়েটির মা বাদি হয়ে থানায় মামলা করেছেন। এ মামলা আজ আদালত জবানবন্দি গ্রহন করেছে।

বাছাইকৃত সংবাদ

No posts found.