৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ১০:১০

ধর্ষণকদের বিচারের দাবীতে ওলামা পরিষদের বিক্ষোভ মিছিল

প্রাইমনারায়ণগঞ্জ.কম

নগর প্রতিবেদকঃ

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও সারাদেশে একের পর এক ধর্ষনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর ওলামা পরিষদ।

সোমবার ৫ অক্টোবর বিকেল ৫টার দিকে নগরীর ডিআইটি মসজিদ চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এসে সমাবেশ করে।

নারায়ণগঞ্জ ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আওয়ালের নেতৃত্বে ও মহানগর ওলামা পরিষদের সভাপতি মাওলানা ফেরদাউসের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেয় শতাধিক আলেম ও তৌহিদি জনতা।

এসময় তারা গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও সারাদেশে একের পর এক ধর্ষনে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে স্লোগান দেয়। তাদের মুখরিত কন্ঠে থাকে “আমার বোন নির্যাতিত কেন?, জবাব দাও, জাবাব চাই”।

বিক্ষোভ সমাবেশে মাওলানা ফেরদাউস বলেন,  এই দেশে নারীদের নিরাপত্তা নেই। আমাদের জান-মালের নিরাপত্তা নেই। নারায়ণগঞ্জের মেয়র ও এমপিদের ধর্ষকদের বিরুদ্ধে কোন আওয়াজ তুলতে দেখেনি। মায়ের ইজ্জত নিয়ে যখন খেলে আপনাদের কি কোন গায়ে লাগেনা? । আমাদের লাগে । আমরা রাজপথে ধর্ষকদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবো।

বাছাইকৃত সংবাদ

No posts found.