৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, রাত ১১:৪২

বিএনপি সবসময় নেগেটিভ কথা বলে দাবী আ.লীগ নেতাদের

প্রাইমনারায়ণগঞ্জ.কম

করোনা পরিস্থিতি সামাল দিতে একযোগে কাজ করছে দেশের রাজনীতিবীদদের প্রায় সকলেই। তবুও কিছুতেই যেন থামছে না করোনার সংক্রমণ। দূর্যোগপূর্ণ এ পরিস্থিতিতেই সরকারী দল আওয়ামীলীগ ও বিরোধী দল বিএনপি একে অপরকে আক্রমণ করে নানা বক্তব্য দিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গত সোমবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মন্তব্য করেছিলেন, করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় স্বাস্থ্যখাতের পরিবর্তে সরকার মেগা প্রকল্পে অগ্রাধিকার দিচ্ছে। প্রাইম নারায়ণগঞ্জের সাথে আলাপকালে ফখরুলের এ বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন নারায়ণগঞ্জ আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।

এ বিষয়ে কথা হলে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই বলেছেন, উনার এ কথাটা ঠিক না। আমাদের বর্তমানে প্রধান সমস্যা করোনা, এটাকে গুরুত্ব দিয়েই মাননীয় প্রধানমন্ত্রীর সরকার কাজ করছে। বাজেটে করোনা মোকাবেলায় বিশালাকার থোক বরাদ্দও রাখা হয়েছে। তবে অর্থনীতি ও উন্নতির গতি সচল রাখতে মেগা প্রকল্পগুলোর দিকেও নজর দিতে হবে, সরকার সে কাজটিই করছে।


মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, আসলে বিএনপির তো খেয়ে দেয়ে আর কোনো কাম নাই। করোনা মোকাবেলায় তো তারা নিজেরাই চুপ হয়ে বসে আছে। সব জিনিসে নেগেটিভ তারা চিন্তা করে, মানুষের দু:সময়ে-দুর্যোগে তারা মানুষের পাশে দাড়াবে এটা তো দুরের কথা তারা সমালোচনায় ব্যস্ত, তারা নানানভাবে চিন্তাভাবনা করেই কথাটা বলেছেন। এ পর্যন্ত আমরা দেখিনি, করোনা ভাইরাস মোকাবেলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখযোগ্যভাবে মানুষের পাশে দাড়িয়েছে বা অসহায়দের সাহায্য সহযোগীতায় উল্লেখযোগ্য কিছুই করে নাই। বিএনপির মতো একটা বড় দল, তাদের যা করা উচিত ছিলো তা তারা করে নাই। এখন স্বাস্থ্যখাত যেমন অগ্রাধিকার দিতে হবে, ঠিক তেমনি মেগা প্রকল্পগুলোতেও অগ্রাধিকার দিতে হবে। দুইটাই দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ।

আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য এড. আনিসুর রহমান দিপু বলেন, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, খাদ্য, কৃষি সকল খাতকেই সরকার প্রাধান্য দিয়েছে। প্রাধান্য দিয়ে উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য সকল খাতেই অর্থায়ন করেছে। উনি (মির্জা ফখরুল) মেগাপ্রকল্প বলতে কি বুঝিয়েছেন আমি জানি না। যদি তিনি পদ্মা সেতুকে বুঝিয়ে থাকেন তাহলে আমি বলবো, উনারা পদ্মা সেতুর কাজকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করেছেন। কিন্তু সফল না হওয়ায় এখন উনারা ঈষান্বিত হয়ে এ ধরনের কথা বার্তা বলছেন। মানুষ যেনো ভালো থাকে এজন্য আওয়ামীলীগ সরকার কাজ করে যাচ্ছেন। বিএনপি বা উনারা শুধু সমালোচনা করার জন্য কথাবার্তা বলেন। ভালো কোনো পরামর্শ দিতে পারে না

বন্দর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীণ। কেননা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার বর্তমান করোনা পরিস্থিতিতে করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যখাতে সবচেয়ে বেশী গুরুত্ব দিয়ে কাজ করছে। সেই ধারাবাহিকতায় এবারের বাজেটে করোনা মোকাবেলায় স্বাস্থ্যখাতে বিশালাকার থোক বরাদ্দ রাখা হয়েছে।


ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যা বলেছেন এটা উনার একান্ত ব্যক্তিগত মতামত। উনি যেহেতু বিরোধী দলের রাজনীতির সাথে সম্পৃক্ত, উনারা বরাবরই যেটা বলে সরকার স্বাস্থ্যখাতে ব্যর্থ তবে এটা সত্য নয়। করোনা বলে কয়ে আসে নি, তবে করোনার কারণে স্বাস্থ্যখাতের ত্রæটিগুলো চিহ্নিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এ ত্রæটিগুলো চিহ্নিত করে স্বাস্থ্যবিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

বাছাইকৃত সংবাদ

No posts found.