৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ১০:২৬

জনসচেতনতা বৃদ্ধিতে ইমামগণ অনেক ভূমিকা রাখতে পারেন

প্রাইমনারায়ণগঞ্জ.কম

নিজস্ব প্রতিবেদকঃ

ইমাম প্রশিক্ষণ একাডেমীর ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জে ৫ দিনব্যাপী প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে।

শনিবার ৩রা অক্টোবর নারায়ণগঞ্জে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ইমামদের রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন।

এসময় তিনি বলেন, করোনায় স্বাস্থ্যবিধি মেনে চলা, করোনা পরবর্তী প্রস্তুতি, বাল্যবিবাহ রোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি করতে সম্মানিত ইমামগণ অনেক ভূমিকা রাখতে পারেন । এ উদ্দেশ্য নিয়েই নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন মসজিদের ইমামদের প্রশিক্ষণের আয়োজন করা হলো। তাদের বিভিন্ন সমস্যার কথা শোনা হলো। বর্তমান পরিস্থিতির সাথে খাপ খায় এমন সব প্রশিক্ষণ তাদের অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হল ।

অনুষ্ঠানের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা অফিস। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জ শাখার উপ-পরিচালক জাকির হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অনুবাদ ও সংকলন বিভাগের পরিচালক (ইসলামিক ফাউন্ডেশন) মো: লুৎফর রহমান সরকার, ইমাম প্রশিক্ষণ একাডেমীর পরিচালক আনিসুজ্জামান সিকদার।

বাছাইকৃত সংবাদ

No posts found.