
প্রাইম প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জসহ সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরেক দফা বাড়ানো হয়েছে। করোনা পরিস্থিতির কারণে ৩১ অক্টোবর এ ছুটি বাড়ানো হয়। এ সময় পর্যন্ত বন্ধ থাকবে স্কুল-কলেজসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান।
করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে না আসায় এবং শীতকালে করোনার প্রকোপ বাড়ার সম্ভাবনার কারণে এ সিদ্ধান্ত নিল শিক্ষা মন্ত্রণালয় তথা সরকার।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, বিশ্বব্যাপী চলমান মহামারী করোনার কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হলো।
প্রসঙ্গত, করোনার কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আছে।
No posts found.