৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ১১:১৩

ধর্ষনের প্রতিবাদে প্রীতিলতা ব্রিগেডের মানববন্ধন

প্রাইমনারায়ণগঞ্জ.কম

নগর প্রতিবেদকঃ

দেশে ঘটে যাওয়া একের পর এক ধর্ষন ও গণধর্ষনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে প্রীতিলতা ব্রিগেড নারায়ণগঞ্জ জেলা শাখা।

বুধবার ৩০শে সেপ্টেম্বর বেলা ১২ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন শেষে তারা কেন্দ্রীয় শহীদ মিনার হতে নারায়ণগঞ্জ প্রেসক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল করে ।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন , গত ৮ মাসে দেশে ৯০০ এর অধিক ধর্ষন মামলা দায়ের হয়েছে ।যেখানে হাতে গোনা কয়েকজন বাদে অধিকাংশ আসামিরা সহজেই বের হয়ে যাচ্ছে । অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারনে আজকে দেশে ধর্ষনের হার বেড়েই চলছে ।

মানববন্ধনে আরেক শিক্ষার্থী বলেন , ‘নো মারসি টু রেপিস্ট’ , ধর্ষিত স্কুল ছাত্রীর জন্য ৭২ হাজার টাকা ক্ষতিপূরন কোনো আইন হতে পারে না।  যা মানতে না পেরে সেই ছাত্রী আত্নহত্যা করে । নারায়নগঞ্জে সন্তানের সামনে মাকে ধর্ষন করা হয় । এসকল বিষয়ে আমরা প্রশাসনের উত্তর জানতে চাই।

বক্তব্য শেষে তারা ‘ ফাশি চাই, ফাশি চাই, ধর্ষকদের ফাশি চাই’ স্লোগানে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রেস ক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল করে ।

প্রানা/আলিফ/এসএম

বাছাইকৃত সংবাদ

No posts found.