৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ১১:৪৩

ধর্ষনের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রাইমনারায়ণগঞ্জ.কম

নগর প্রতিবেদকঃ

সারাদেশে ঘটে যাওয়া একের পর এক ধর্ষন ও গনধর্ষনের প্রতিবাদে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা।

সোমবার ২৮ শে সেপ্টেম্বর বেলা ১২ টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দেশে ঘটে যাওয়া একের পর এক ধর্ষনের কারনে আজ স্বাধীন ও সার্বভৌম দেশ হওয়া সত্ত্বেও নারীদের স্বাধীনতা নেই। দেশে এখন ৬ বছরের শিশু থেকে শুরু করে শত বছরের বৃদ্ধা নারীরা নিরাপদ নয়।  তারা ধর্ষনের শিকার হচ্ছে। গত ২৭ দিনে দেশে ৩৫ টি ধর্ষন মামলা হয়েছে।

শিক্ষার্থীরা আরও বলেন, সিলেটে এম সি কলেজে স্বামীকে বেধে রেখে স্ত্রীকে গনধর্ষন করা হয়, এক স্কুল ছাত্রী ধর্ষন হওয়ার পর ৭২ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়া হয়েছিলো যা সরকারের দৃষ্টতে ছিলো একটি ন্যায় বিচার।  বিবাহ করতে দেখতে এসে কয়েকজন পুরুষ এক নারীকে গনধর্ষন করে।

এক প্রতিবন্ধী মেয়েকে তার বাবা-মায়ের সামনে ধর্ষন করা হয় এগুলো ছিলো গত ৬ দিনে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা।

মানববন্ধনে কয়েকবার পুলিশের বাঁধার মুখে পড়ে শিক্ষার্থীরা।

প্রানা/আলিফ

বাছাইকৃত সংবাদ

No posts found.