৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ১১:৫৪

আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতি কালে আটক ৩

প্রাইমনারায়ণগঞ্জ.কম

আড়াইহাজার প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতি কালে ডাকাতদলের তিন সদস্যকে পুলিশ আটক করেছে। এরা হলেন- রুপগঞ্জ উপজেলার আমলাবো এলাকার মৃত তাহের আলীর ছেলে হানিফ (৩২), আড়াইহাজার উপজেলার ছনপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে খাইরুল (২০) ও একই উপজেলার আউয়ালের ছেলে শাওন (১৮)।

গতকাল রোববার তাদের বিরুদ্ধে মামলা শেষে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়। এর আগে গত শনিবার দিবাগত রাতে স্থানীয় জালাকান্দি থেকে তাদের আটক করে পুলিশ।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, উপজেলার জালাকান্দি এলাকায় অটো গাড়ী থামিয়ে ধৃতব্যক্তিরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশের কাছে খবর আসে। পরে পুলিশ ওই এলাকায় অবস্থান নেয়। এক পর্যায়ে দুস্কৃতিকারীদের আটক করা হয়। এ রিপোর্ট লিখা পর্যন্ত আটক ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল।

বাছাইকৃত সংবাদ

No posts found.