
নগর প্রতিনিধিঃ
আবারও নারায়ণগঞ্জে ঢাকাগামী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে দেড় ঘন্টা যাবত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার ২৬শে সেপ্টেম্বর বেলা ১১টার দিকে নগরীর উকিলপাড়া এলাকায় একটি বগি লাইনচ্যুত হয়।
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলওয়ের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। তবে একটি বগি লাইনচ্যুত হলেও বগিটি পিছনের দিকে হওয়ায় লাইনচ্যুত বগিটিসহ আরো ৩টি বগি আলাদা করে খুলে রেখেই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে চলে গিয়েছে। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার করবে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে সারাদিন এমনকি রাতও লাগতে পারে।
তিনি জানান, ট্রেন লাইনচ্যুত হলেও হতাহত কিংবা বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
এর আগে বৃহস্পতিবার দুপুরেও ২ নম্বর রেলগেট এলাকায় একটি ট্রেন লাইনচ্যুত হয়েছিল। সেটি অপসারণ করে লাইনে এনে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পুনরায় স্বাভাবিক হয় ট্রেন চলাচল।
No posts found.