৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, দুপুর ১২:৫১

মুক্তিযোদ্ধাদের বাড়িতে ডিসির বৃক্ষরোপন

প্রাইমনারায়ণগঞ্জ.কম

নগর প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জ সকল মুক্তিযোদ্ধাদের বাড়িতে মুজিব বর্ষ উপলক্ষে একটি স্মারক গাছ লাগানোর কর্মসূচি উপলক্ষে মুক্তিযোদ্ধাদের বাড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রষাসক জসিম উদ্দিন।

তিনি সিদ্ধিরগঞ্জের ৫ জন মুক্তিযোদ্ধার বাড়িতে গাছ লাগানোর কার্যক্রমে অংশগ্রহণ করে। বুধবার সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে আয়োজিত উক্ত কর্মসূচিতে ৫০ টি মুক্তিযোদ্ধার বাড়িতে বৃক্ষরোপন করার সিদ্ধান্ত গৃহিত হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান ভূইয়া জুলহাস, হলি উইলস স্কুলের চেয়ারম্যান সালাম জুবায়ের, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের(এনসিসি) ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক শরীফ উদ্দিন সবুজ সহ আরও অনেকে।

বাছাইকৃত সংবাদ

No posts found.