
সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আব্দুস সাত্তার (৪০) আরও একজনের মৃত্যু হয়েছে। শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আট জনের অবস্থাও আশংকাজনক বলে জানায় কর্তব্যরত চিকিৎসকরা।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে তিনি মারা যান। তার মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ জনে।
আব্দুস সাত্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল। তিনি সাংবাদিকদের জানান, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুস সাত্তার। তার শরীরের ৭০ শতাংশই দগ্ধ ছিল। আইসিইউতে ভর্তি আরও আটজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে এশার নামাজের পর তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় অর্ধ-শতাধিক মুসল্লি আহত হন। এর মধ্যে ৩৭ জনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। যাদের মধ্যে ২৯ জনই মারা গেছে।
মৃত ব্যক্তিরা হলেন- জুয়েল (৭), পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাইনুদ্দিন (১২), জুনায়েদ (১৬), মো. রিফাত (১৮), সাব্বির (২১), গার্মেন্টকর্মী নয়ন (২৭), মো. রাসেদ (৩০), মনির ফরাজী (৩০), ইমরান (৩০), মোস্তফা কামাল (৩৪), রাসেল (৩৪), জামাল আবেদিন (৪০), মো. মিজান (৪০), ইব্রাহীম বিশ্বাস (৪৩), নাদিম হোসেন (৪৫), মসজিদের মুয়াজ্জিন মো. দেলোয়ার হোসেন (৪৫), জয়নাল (৫০), কাঞ্চন হাওলাদার (৫০), হান্নান (৫০)ও মো. বাহাউদ্দিন (৫৫), মসজিদের ইমাম আবদুল মালেক নেসারি (৫৫), হুমায়ুন কবির (৭০), কুদ্দুস ব্যাপারী (৭২) ও শামীম হাসানসহ আরো চারজন।
No posts found.