
ফতুল্লার পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মামলা করেছে পুলিশ।ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ন কবির বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
শনিবার ৫ সেপ্টেম্বর দুপুরে ফতুল্লা মডেল থানায় এই মামলা রেকর্ড করা হয়।
মামলায় অবহেলার কারণে ভয়াবহ বিস্ফোরণ ও হতাহতের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করে দণ্ডবিধির ৩০৪(ক) ধারায় রেকর্ড করা মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলায় বিদ্যুৎ, গ্যাস কর্মকর্তাসহ মসজিদ কমিটির বিরুদ্ধে অবহেলা গাফিলতির অভিযোগ করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, মসজিদের ভয়াবহ বিস্ফোরণ অবহেলার কারণে ঘটেছে। যাদের অবহেলায় এ ঘটনা ঘটেছে, তদন্তের রিপোর্টে যারা দোষী হবে তারাই এ মামলার আসামি হবে।
No posts found.