৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, সন্ধ্যা ৭:৫২

ক্লাস্টার জেলায় ৬১ হাট

প্রাইমনারায়ণগঞ্জ.কম

করোনার ক্লাস্টার জেলা নারায়ণগঞ্জে কোরবানীর পশুর হাটে সংক্রমন কমিয়ে আনতে হাটের সংখ্যা কমানোর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেই সিদ্ধান্ত অনুযায়ী জেলার ৫টি উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকা মিলিয়ে হাটের সংখ্যা দাড়িয়েছে ৬১টি। কিন্তু এই জেলার পাশেই রাজধানী ঢাকায় পশুর হাট বসেছে ২৪ টি। ঘনবসতিপূর্ন ঢাকার হাটের সংখ্যার তুলনায় কম ঘনবসতিপূর্ন নারায়ণগঞ্জে হাটের সংখ্যা বেশী হওয়াকে স্বাভাবিক মনে করছেন না স্বাস্থ্য সচেতনরা।

করোনা প্রাদুর্ভাবের কারণে প্রায় ১ মাস আগে থেকেই চলছিলো হাট কমানোর তোরজোড়। জেলা প্রশাসন থেকেও আহবান জানানো হয়েছিলো জনসাধারণ যাতে অনলাইনে কেনাবেচায় আগ্রহী হয়। এতে করে সংক্রমনের ভয় নেই বললেই চলে। তবে ইতোমধ্যে জনপ্রিয় হয়েছে খামার থেকে সরকারি কোরবানীর পশু কেনার প্রচলন। এতে করে সড়কে ভোগান্তি ও হাসলির খরচ থেকে নিস্তার পাচ্ছেন ক্রেতারা।

কিন্তু বাস্তবতা হচ্ছে এর পরিমান খুবই সীমিত। অধিকাংশ মানুষ এখনও কোরবানীর হাটের উপর নির্ভরশীল। সেদিক বিবেচনায় হাটের ভেতর গরু তোলা হচ্ছে দেদারসে। উপজেলা ও সিটি করপোরেশন থেকে হাটের সংখ্যা কমিয়ে আনা হলেও অসংখ্য অবৈধ হাট আনাচে কানাচে বিরাজ করছে। অথচ এসকল অবৈধ হাট ছাড়াই জেলাজুড়ে মোট অনুমোদিত অস্থায়ী হাটের সংখ্যা ৬১টি। কিন্তু একই জেলার পাশে অবস্থিত রাজধানী ঢাকার দুইটি সিটি করপোরেশন মিলিয়ে অস্থায়ী হাটের সংখ্যা মাত্র ২৪টি। নারায়ণগঞ্জের তুলনায় অধিক ঘনবসতিপূর্ন ঢাকায় হাটের সংখ্যা কম হবার পরেও ক্লাস্টার জেলায় এত হাটের অনুমোদন নিয়ে বিষ্মিত হয়েছেন সচেতনরা।

জানা যায়, পশুর হাটের অনুমোদন প্রাপ্ত হাট সমূহ হচ্ছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ৭টি, রূপগঞ্জে ৯টি, আড়াইহাজারে ১৬টি, সোনারগাঁয়, ১৭টি, বন্দরে ১টি, সদরে ১১টি। অপরদিনে ঢাকা দক্ষিনে পশুর হাট অনুমোদন পেয়েছে ১৪টি এবং উত্তরে ১০টি।

সংশ্লিষ্টরা বলছেন, যেহেতু করোনার প্রাদুর্ভাব কমিয়ে আনার লক্ষ্যেই হাটের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছিলো জেলা প্রশাসন সেহেতু হাটের সংখ্যা আরও কম অনুমোদন দেয়া উচিৎ ছিল। তা না হলে পূর্বের মতই হাটের সংখ্যা অনুমোদন দিয়ে অবৈধ হাট নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়া উচিৎ ছিলো। কিন্তু তার বদলে হাটের সংখ্যা কমলো নামমাত্রে, পাশাপাশি অবৈধ হাট ছড়িয়ে পড়েছে বিভিন্ন এলাকা জুড়ে। আর এতে করে কাংখিত লক্ষ্য পূরনে ব্যর্থ হবে প্রশাসন এমনটাই দাবী তাদের।

বাছাইকৃত সংবাদ

No posts found.