
বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসােসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা শাখার নতুন কমিটি (২০২১-২০২২) অনুমােদন দেয়া হয়েছে।
শুক্রবার (১ জানুয়ারি) সকালে বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসােসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি গােলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক কাজল হাজরা এ কমিটির অনুমোদন দেন। এ কমিটিতে সভাপতি পদে হাবিবুর রহমান শ্যামল ও সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম সবুজকে মনোনীত করা হয়।
এ সময় কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ জেলা নতুন কমিটির সদস্যরা। পরে জেলা সভাপতি হাবিবুর রহমান শ্যামল ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজকে ফুল দিয়ে বরণ করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মােবারক হােসেন, দপ্তর সম্পাদক আজিজ ফারুকী, সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান, নবনির্বাচিত কার্যকরি সদস্য হারুনুর রশিদ রুবেল প্রমুখ।
বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসােসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা শাখার নতুন কমিটির সহ- সভাপতি পাপ্পু ভট্টাচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হােসেন মিলন, সাংগঠনিক সম্পাদক তানভীর রনি, কোষাধ্যক্ষ কাজী আলমাছ, প্রচার সম্পাদক শহিদ হােসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সােহেল রানা, কার্যকরি সদস্য মাহমুদ হাসান কচি, তাপস সাহা, আরিফুর রহমান ও আমির হোসেন।
No posts found.