
পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ ও জেলা প্রশাসকের আয়োজনে “মুজিববর্ষে পরিবেশ রক্ষা ও উন্নয়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২২শে ডিসেম্বর সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার আয়োজন করা হয়।
পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ এর উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন,। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল আমিন ও বিকেএমইএ এর ১ম সহসভাপতি মোহাম্মদ হাতেম।
উক্ত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার শিল্প উদ্যোক্তা ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষায় সকলকে দায়িত্বশীল ও অধিক যত্নবান হওয়ার উপর গুরুত্বারোপ করেন ।
No posts found.