
সংবাদ বিজ্ঞপ্তি
শনিবার (১৯ ডিসেম্বর) বিকালে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স হলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর জাতীয় নির্বাহী কমিটি’র এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
জাসাস জাতীয় নির্বাহী কমিটি’র অন্যতম সহ-সভাপতি আনিসুল ইসলাম সানির সভাপতিত্বে এবং জাসাস জাতীয় নির্বাহী কমিটি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জাসাস জাতীয় নির্বাহী কমিটি’র সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান, সহ-সভাপতি আহসান উল্লাহ চৌধুরী, রফিকুল ইসলাম, লিয়াকত আলী,সহ-সভাপতি ও জাসাস ঢাকা মহানগর এর আহ্বায়ক মীর সানাউল হক, সহ-সভাপতি এস এম মনিরুল ইসলাম,শরীফ মাহমুদুল হক সঞ্চয়, সৈয়দ আজিমুল হক তৌহিদ, ডা. আরিফুর রহমান মোল্লা, মোঃ ফেরদৌস ফকির,এড. নাসিম আহমেদ, মিজানুর রহমান সরদার মিলন, মোঃ জামাল উদ্দিন নাসের, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মাসুম, মাকসুদুর রহমান টিপু, রফিকুল ইসলাম স্বপন, দীন মোঃ মন্টু, এ বি এম সোহেল রশিদ, মিয়া মোহাম্মদ মান্নান, হাবিবুর রহমান জসীম, ইঞ্জিঃ মোঃ মঞ্জু মিয়া ও সাংগঠনিক সম্পাদক চৌধুরী মাজহার আলী শিবা শানুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সভায় আগামী ২৭ ডিসেম্বর জাসাস এর ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন এবং ২৫ ডিসেম্বর জাসাস এর সাবেক আহ্বায়ক জাহিদ হোসেন চুন্নু’র ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে মরহুমের কবরে দোয়া ও পুষ্পস্তবক অর্পণ করা। এছাড়া জাসাস এর সকল বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি বাতিল এবং গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলা জাসাস কমিটি স্থগিত করা হয়।
জাসাস জাতীয় নির্বাহী কমিটি’র দফতর সম্পাদক শাহ মোঃ বিল্লাল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত সমূহের কথা জানান।
No posts found.