৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, দুপুর ১:০৬

না.গঞ্জের ভাস্কর্যগুলোর নিরাপত্তায় কঠোর নির্দেশনা এসপির

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম নারায়ণগঞ্জঃ

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু ও বাঘা যতীনের ভাস্কর্য ভাংচুরের ঘটনায় নারায়ণগঞ্জের ভাস্কর্যগুলোর নিরাপত্তায় কঠোর নির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার(এসপি) মোহাম্মদ জায়েদুল আলম।

পুলিশ সুপার বলেন, নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধেরসহ সর্বমোট ২৭টি ভাস্কর্য আছে। সেগুলো যাতে কেউ বিনষ্ট করতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সে লক্ষ্যে নারায়ণগঞ্জে তিন স্তরের নিরাপত্তা বলয় নিশ্চিত করা হচ্ছে। সেই সঙ্গে সাদা পোশাকে নিরাপত্তা ও সিসিটিভির ব্যবস্থা করার ওপর জোর প্রদান করা হয়েছে।

মুজিববর্ষে ঢাকার ধোলাইরপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের উদ্যোগ নেওয়া হলে তার বিরোধিতা শুরু করেন কওমি মাদ্রাসাকেন্দ্রিক বিভিন্ন সংগঠনের জোট হেফাজতে ইসলামের নেতারা। এরই প্রেক্ষিতে ভাস্কর্যকে ঘিরে তারা বিভিন্ন  বিরোধীতাপূর্ণ বক্তব্য প্রদান করে।

সম্প্রতি ৪ ডিসেম্বর কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ও ১৭ ডিসেম্বর একই জেলায় বাঘা যতীনের ভাস্কর্যে ভাংচুর চালানো হয়।

বাছাইকৃত সংবাদ

No posts found.