
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জেলা যুবদলের সভাপতি শহীদুল ইসলাম টিটু বলেছেন, আজ যেভাবে সবাই এখানে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন, ঠিক তেমনিভাবে আগামীর আন্দোলনগুলোতে সকলকে রাজপথে দেখতে চাই। যখন সরকার উৎখাতের আন্দোলন হবে তখন সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকবেন এ আহবান জানাচ্ছি।
বুধবার (২৭ অক্টোবর) বিকেলে যু্বদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে ফতুল্লা বাজার এলাকায় প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা যুবদলের এ সভাপতি বলেন, খুব শীঘ্রই বিভিন্ন ইউনিয়ন যুবদলের কমিটি গঠন করা হবে। প্রথমে ২১ সদস্য বিশিষ্ট আহবাযক কমিটি হবে যেখানে হয়তো অনেক যোগ্য ব্যক্তিরা স্থান নাও পেতে পারেন, তবে যারা সর্বোচ্চ যোগ্য তারাই স্থান পাবে। এরপরে যখন পূর্ণাঙ্গ কমিটি গঠন হবে তখন অবশ্যই সকলকে যথাযথ সম্মান দেয়া হবে।
টিটু আরও বলেন, তবে আপনারা কেউ নিজেদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না। বিএনপি তথা যুবদল উপমহাদেশের অন্যতম শক্তিশালী একটি সংগঠন। এ সংগঠনে প্রতিযোগিতা থাকবেই, তবে দ্বন্দ যেন না হয় সেদিকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরী, জেলা যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম লাভলু, যুগ্ম সম্পাদক ইসমাইল খান, আনিসুর রহমান আনিস, সহ-সাধারণ সম্পাদক কামাল, সহ-সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, সহ-দপ্তর সম্পাদক শাহজাহান ছাড়াও ফতুল্লা থানা যুবদলের সর্বস্তরের নেতৃবৃন্দরা।
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করা হয় এবং কেক কেটে যুবদলের ৪২ তম প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন করা হয়।
প্রাইম/এস আই এস
No posts found.