৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, দুপুর ১২:০৬

নারায়ণগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি

প্রাইমনারায়ণগঞ্জ.কম

প্রাইম প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসক জসিম উদ্দিন।

 রবিবার ( ২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসক জসিম উদ্দিন স্বাক্ষরিত গণমাধ্যমকে পাঠানো এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে ২৭ সেপ্টেম্বর শহরের ২ নং রেলগেট (এলাকায় মুফতি আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবিতে) আহলে সুন্নাত ওয়াল জামাআত সভা করার ঘোষণা দিয়েছে। অপর একটি পক্ষ (নারায়ণগঞ্জ ওলামা পরিষদ) একই সময় একই স্থানে সভা করার ঘোষণা দিয়েছে।

দুটি পক্ষ একই সময় একই স্থানে পাল্টাপাল্টি জমায়েত হওয়ার ঘোষণা দেওয়ায় উক্ত স্থান এবং তৎসংলগ্ন এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তথাস্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

উক্ত স্থান বা তদসংলগ্ন এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে জমায়েতে বা সভা রহিত করা প্রয়োজন। জেলা প্রশাসক জসিম উদ্দিন ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর প্রদত্ত ক্ষমতা বলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ভবন থেকে চাষাঢ়া শহীদ মিনার এবং চাষাঢ়া শহীদ মিনার থেকে ৩০০ শয্যা বিশিষ্ঠ হাসপাতাল এবং তদসংলগ্ন এলাকায় ২৭ সেপ্টেম্বর সকাল ৬ ঘটিকা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফোজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করলাম ।

বাছাইকৃত সংবাদ

No posts found.