
সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিল্লাল (৫০) নামে এক মুদি দোকানির মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বিল্লাল উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকার মৃত রেহাজ উদ্দীনের ছেলে।
সোমবার ৭ই ডিসেম্বর সকালে নিহতের ঘরের পিছনের ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত বিল্লাল জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজারে মুদি দোকানির ব্যবসা করতো। গতকাল গতকাল রাত ৮টার পর থেকে সে নিখোঁজ ছিল। রাতভর অনেক খুঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সোমবার সকালে বিল্লালের ঘরের পিছনের ঝোপঝাড়ে তার মাথাবিহীন লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মাথাবিহীন লাশটি উদ্ধার করে।
সোনারগাঁও ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম প্রাইম নারায়ণগঞ্জকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করেছি। নিহতের বিচ্ছিন্ন মাথা উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
No posts found.