
প্রাইম নারায়ণগঞ্জ
হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কুটুক্তির প্রতিবাদে ও ফ্রান্সের দূতাবাস ঘেরাও করতে ঢাকামুখী হয় হেফাজতের হাজার হাজার কর্মী। এতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযুক্ত সড়কে প্রায় ৩ ঘন্টার যানজটে ভোগান্তি পোহাতে হয়েছে লোকজনদের।
গতকাল সোমবার হেফাজতের পূর্ব নির্ধারিত সমাবেশ ও ফ্রান্সের দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা ছিল। ওই কর্মসূচীতে অংশ নিতে নারায়ণগঞ্জ হেফাজত শহরের ডিআইটি মসজিদের সামনে জড়ো হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলে যান চলাচল করতে দেয়নি পুলিশ। এরফলে সকাল পৌনে নয়টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ সংযুক্ত সড়কে তিন ঘন্টার যানজট ছিল।
সকাল ৭টা থেকেই সাইনবোর্ড এলাকায় পুলিশ, র্যা ব ও ডিবি পুলিশ অবস্থান নেয়। পুরো এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। এরপর হেফাজতের নেতাকর্মীরা সকাল নয়টার দিকে শহরের ডিআইটি জামে মসজিদের সামনে থেকে বাস ও ট্রাকে চড়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হলে বাধা দেয় পুলিশ। এরপর সকাল ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে ও বেলা ১১টার মহাসড়কেও ব্যারিকেড দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পরে নারায়নগঞ্জ ও ঢাকাগামী যাত্রীরা।
সাইনবোর্ডের নূর হোসেন কাজল নামে এক ব্যবসায়ী সংবাদ সারাবেলাকে জানান, সকাল থেকেই সাইনবোর্ডে পুলিশ অবস্থান নিয়েছে। সকাল ৯টা পর্যন্ত যানচলাচল স্বাভাবিক থাকলেও সকাল পৌনে নয়টার পর থেকে প্রায় তিন ঘন্টা যানজট ছিল। তিনি জানান, যানজটের কারণে অনেক যাত্রী পায়ে হেঁটে কর্মস্থলে যেতে দেখেছি। বেশ ভোগান্তি পোহাতে হয়েছে লোকজনদের।
এদিকে সব বাধা ভেঙ্গে রাজধানীর বায়তুল মোকাররমের সমাবেশে প্রায় ৫০ হাজার নেতাকর্মী যোগদান করেছে বলে দাবী করছেন হেফাজত নেতারা।
No posts found.