৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, রাত ৮:৩৬

জেলা বিএনপিতে আলোচনায় তরুণ নেতৃত্ব

প্রাইমনারায়ণগঞ্জ.কম

করোনা ভাইরাসের কারণে থমকে আছে জেলা বিএনপির কমিটি। তারপরও জেলা বিএনপির কমিটিতে কারা জায়গা পেতে যাচ্ছেন তা নিয়ে দলের ভেতরে চলছে আলোচনা-পর্যালোচনা। তবে কেন্দ্র এবার তারুণ্য-নির্ভর কমিটি করতে চান— এ রকম জোর আলোচনা চলছে দলে। তাই জেলা বিএনপির নতুন কমিটিকে কেন্দ্র করে উচ্চারিত হচ্ছে বেশ কয়েকজন তরুন নেতার নাম। সুত্রের দাবি, তৃণমূল নেতৃত্বকে ধারণ করে সৎ, পরিচ্ছন্ন, ত্যাগী এবং দল ও দেশের জন্য ঝুঁকি নিতে পারবেন এমন তরুণ ও পরীক্ষিত তরুন নেতারা জেলা বিএনপির নেতৃত্ব আসতে যাচ্ছেন।

জেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন বলে কেন্দ্রে যে সকল তরুন নেতাদের নিয়ে জোরালো আলোচনা হচ্ছে তারা হলেন জেলা যুবদলের সভাপতি মোঃ শহীদুল ইসলাম টিটু, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি ও বিলুপ্ত জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার সাদাত সায়েম, বিলুপ্ত জেলা বিএনপির প্রচার সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ মশিউর রহমান রনি। এছাড়াও আরো প্রায় ডজন খানেক তরুণ নেতাদের নিয়েও চলছে নানা আলোচনা।

দীর্ঘ ১২ বছর ক্ষমতার বাইরে থাকায় সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জ বিএনপিতেও চলছে চরম দুর্দিন। চরম এ দুর্দিনের সময় পরীক্ষিত তরুন এ নেতাদের কাজে লাগাতে চায় কেন্দ্র এমনটাই দাবী নির্ভরযোগ্য সুত্রের। গত তিন বছরে দলীয় কর্মসূচীতে জেলা বিএনপির জোরালো কোন কর্মকাণ্ড পরিলক্ষন না হওয়ায় ইতিমধ্যেই বর্তমান জেলা কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্র। তারপর থেকেই নতুন কমিটিতে বিভিন্ন পদ-পদবী প্রত্যাশী এ সকল পরীক্ষিত তরুন নেতা এবং তাদের সমর্থকদের মাঝে চলছে নানা আলাপ আলোচনা।

জেলা বিএনপির আগামী কমিটিতে এই তরুণ নেতারাই প্রাধান্য পাচ্ছে এমন গুঞ্জন শুরু হয়েছে সর্বত্র। তরুণ এসকল নেতাদের নিয়ে তারুণ্যনির্ভর নেতৃত্ব গড়ে তুলে নারায়ণগঞ্জসহ কেন্দ্রীয় রাজনীতিতে জেলা বিএনপিকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ প্রক্রিয়ায় বিদায়ী কমিটির নিষ্ক্রীয় ও বিতর্কিত নেতাদের বাদ দিয়ে মেধাবী, স্বচ্ছ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির তরুণ এ নেতাদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করা হবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। নতুন এ কমিটিকে তারুণ্যনির্ভর কমিটি করতে হবে, যাতে তারা ঝুঁকি নিয়ে কাজ করতে পারেন। নেতাকর্মীদের এমন চাহিদার কথা বিবেচনা করে এ তরুণ নেতাদের প্রাধান্য দিয়ে জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপির হাইকমান্ড।

এমন উদ্যোগ ও পরিকল্পনায় দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপির জেলা কমিটির পদ পেতে ইচ্ছুক তরুণ নেতারা আশান্বিত হয়ে উঠেছেন। নেতৃত্বে উঠে আসবেন এমন সংগঠকদের তালিকায় বর্তমান কমিটির কয়েকজন তরুন নেতা ও সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের নামও রয়েছে।

বর্তমানে নারায়ণগঞ্জে অনেকটা ঝিমিয়ে পড়েছে বিএনপির সাংগঠনিক তৎপরতা। কঠিন এই সময়ে জেলা বিএনপিতে সাংগঠনিকভাবে তৎপর ও গতিশীল করতে ফের তোড়জোড় শুরু করেছে কেন্দ্রীয় বিএনপি। এ তোড়জোড়ে জেলা বিএনপির নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদের দাবিদার হিসেবে আলোচনায় আসছে বেশ কয়েকজন তরুণ নেতার নাম। দলকে গোছাতে ও সুসংগঠিত করতে তাদেরকেই বেশি প্রাধান্য দিচ্ছেন দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা।

তরুন এ নেতারা দলের দুঃসময়ে সিনিয়র নেতৃবৃন্দের সাথে কাধে কাধ মিলিয়ে রাজপথে ছিলেন সবসময়। তারই ধারাবাহিকতায় এবারও তারা যে কোন আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে সামনে থেকে নেতৃত্ব দিতে প্রস্তুত বলে জানা যায়।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা যুবদলের সভাপতি শহীদুল ইসলাম টিটু বলেন, প্রবীণদের অনেকে এখন নিস্ক্রীয় হয়ে গেছেন। সে সকল জায়গাগুলোতে তরুনদের স্থান দেয়া উচিত সর্বোপরি নবীন-প্রবীন সমন্বয়ে একটি শক্তিশালী দল গঠন করা উচিত।

তিনি আরো বলেন, আমি ইউনিয়ন ছাত্রদল থেকে থানা যুবদলের রাজনীতি করে বর্তমানে জেলা যুবদলের সভাপতি পদে আছি। দল যদি মনে করে আমাকে দায়িত্ব দিলে দল শক্তিশালী হবে তাহলে আমি নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করবো।

একই বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম বলেন, ছাত্রদল
দিয়ে আমার রাজনীতি শুরু। এরপর স্বেচ্ছাসেবকদলের রাজনীতি করে বর্তমানে জেলা কমিটির সভাপতি পদে দায়িত্ব পালন করছি। দল আমাকে যে দায়িত্ব দিয়েছে তা সঠিকভাবে পালনের চেষ্টা করেছি। ভবিষ্যতে আমাকে যত কঠিন কাজই দেওয়া হোক, আমি তা নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব।

তিনি বলেন, জেলা বিএনপিতে সঠিক ও শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন। বিশেষ করে যারা পরীক্ষিত এবং নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে সে সকল নবীন-প্রবীন নেতাদের শীর্ষ নেতৃত্বে আনা হলে সংগঠন গতি পাবে বলে আশা করি।

জেলার গতি আনা প্রসঙ্গে তিনি বলেন, জেলার পাশাপাশি থানা ও ইউনিয়ন পর্যায়েও তারুণ্যনির্ভর ও দায়িত্বশীলদের নেতৃত্ব আনতে হবে।

বাছাইকৃত সংবাদ

No posts found.