
প্রাইম নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল প্রশ্ন করে বলেছেন, ওয়ান ইলেভেনে কোথায় ছিলেন সাধুরা ? কোথায় ছিলেন? সব তো পলাইছেন দেশ ছাইড়া। এই আমার মহানগর যুবলীগ, যারা আমার নেতৃবৃন্দ আছেন তারাই তো মামলা খাইছে। কামরুল হুদা বাবু, রুবেল, শাওন, কাইয়ুম আমাদের অনেক নেতাকর্মীদেরকে সেদিন মামলা দিয়েছে। সেদিন আপনারা কোথায় ছিলেন?
মেয়র আইভীর উপর হামলাকারী, সন্ত্রাসী নিয়াজুলের দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ববর্তী প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের উদ্যোগে ২নং রেল গেটস্থ আওয়ামীলীগের কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমন্বয়ে বিশালাকার এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ২নং রেল গেট থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আলী রেজা উজ্জল বলেন, কিছু না কিছু হলেই খালি মামলা, একটাই তাদের হিংসা, হিংসা মেয়র আইভীর জনপ্রিয়তা। মেয়র আইভী তো প্রধানমন্ত্রীর উন্নয়ন করে, মেয়র আইভী তো নিজের ব্যক্তিগত উন্নয়ন করে না।
প্রশাসনের প্রতি অনুরোধ রেখে উজ্জল বলেন, প্রশাসনে ভাইদের অনুরোধ করছি একজন শীর্ষ সন্ত্রাসী কিভাবে আমাদের যুবলীগ, আওয়ামীলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে। শান্ত নারায়ণগঞ্জকে কেউ অশান্ত করার পায়তারা করবেন না। আর যদি এই নারায়ণগঞ্জকে অশান্ত করতে চায় তাহলে অবশ্যই আমরা নারায়ণগঞ্জ মহানগর যুবলীগসহ নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে সেদিন রাজপথ আমরা অবরোধ করে দিবো। সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্দোলন চলবে, চলবে, চলবেই।
নগর যুবলীগের সহ-সভাপতি কামরুল হুদা বাবুর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সদস্য ফয়জুল ইসলাম রুবেল, ১৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কাইয়ুম, ১৭ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মামুন সহ মহানগর যুবলীগের সর্বস্তরের নেতৃবৃন্দরা।
No posts found.