৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ৭:৫৫

আলেমদের বাতিলের বিরুদ্ধে কথা বলতে হবে: মাও. ফেরদাউস

প্রাইমনারায়ণগঞ্জ.কম

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ মহানগর ওলামা পরিষদের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান বলেছেন, ওলামা পরিষদের ব্যানারের ছায়ায় থেকে সকল ওলামা ঐক্য বদ্ধ হওয়া যায়। এখানে একে অপরের সাথে মিলে মিশে কাজ করা সহজ। বিভিন্ন এলাকায় বাতেলেরা মাথা নাড়া দিয়ে উঠা শুরু করছে। আলেমদেরকে বাতিলের বিরুদ্ধে কথা বলতে হবে। অন্যথায় তারা আরো উল্টা পাল্টা কথা বলা শুরু করবে।

সোমবার এশার নামাজের পর কাশিপুর ইউনিয়ন ওলামা পরিষদের কমিটি গঠন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাওলানা ফেরদাউস বলেন, ওলামা পরিষদ সম্পূণূ অরাজনৈতিক সংগঠন। এই সংগঠন সকল ওলামাদের নিয়ে কাজ করে। কোন আলেম বিপদে পরলে তার পাশে গিয়ে দাড়াবে। যে কোন ধরনের সহযোগিতায় আলেমদের পাশে থাকবে। মহানগরের ২৭টি ওয়ার্ড এবং ফতুল্লা, সদর, বন্দরের ১২ টি ইউনিয়ন নিয়ে আমাদের মহানগর ওলামা পরিষদ কমিটি গঠিত হয়। কাজের সুবিধার্থে বন্দর ফতুল্লার ইউনিয়নকে একত্রে করা হয়েছে। আমরা এই সংগঠনকে শক্তিশালি সংগঠন হিসেব গড়ে তুলতে চাই।

পরে তিনি কাশিপুর ইউয়িন ওলামা পরিষদের কমিটি ঘোষনা করেন। কাশিপুর ইউয়িন ওলামা পরিষদের সভাপতি মাওলানা ইব্রাহীম খলিল, সিনিয়র সহ সভাপতি মুফতি আব্দুল হান্নান,মাওলানা দিন ইসলাম,মাওলানা শরীফুল ইসলাম, মুফতি রিয়াজ উদ্দিন, মাওলানা আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম আব্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মুফতি হাফিজ,অর্থ সম্পাদক মাওলানা সোহেল এবং প্রচার সম্পাদক মাওলানা শরীফুল ইসলামের নাম ঘোষনা করা হয়। এখানে সকলের সম্মতিতে এ কমিটি ঘোষনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি হারুন অর রশিদ, অর্থ সম্পাদক মুফতি দেলোয়ার হোসেন কাশিপুরের সকল ওলমাগণ।

বাছাইকৃত সংবাদ

No posts found.