
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, বর্তমান স্বৈরাচরী সরকার মানুষের ভোটের অধিকার, কথা বলার স্বাধীনতা ও গণতন্ত্র কেড়ে নিয়েছে। রাতের আধারে জালিয়াতির মাধ্যমে ক্ষমতায় এসেছে। মানুষের কেড়ে নেয়া এসকল অধিকার ফিরিয়ে দেয়ার লক্ষ্যে কাজ করছে বিএনপি। যতদিন পর্যন্ত এসকল অধিকার আদায় না হবে, স্বৈরাচরী সরকারের পতন না হবে আমরা ঐক্যবদ্ধ থেকে আন্দোলন সংগ্রাম করে যাবো। দরকার হলে আরেকটি মুক্তিযুদ্ধের মাধ্যমে এ স্বৈরাচারী সরকারের পতন করা হবে।
মঙ্গলবার বিকালে বিএনপির ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মামুন মাহমুদ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। একইসাথে যারা এ দলকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং করোনা মহামারীতে যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।
তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমান শুধু বিএনপির প্রতিষ্ঠাই করেননি, প্রতিষ্ঠার পর তলাবিহীন একটি ঝুড়ি থেকে বাংলাদেশকে উন্নতির চুড়ায় নিয়ে গেছেন। বহির্বিশ্বে বাংলাদেশের নাম উজ্জল করেছিলেন। কিন্তু বর্তমান সরকার আজ শহীদ জিয়াউর রহমানের নামে চরম মিথ্যাচার করছে। তবে অবশ্যই একদিন এ সকল মিথ্যাচারের জবাব দিতে হবে সরকারকে।
সরকারের সময় ফুরিয়ে এসেছে উল্লেখ করে মামুন মাহমুদ বলেন, সরকারের আর বেশীদিন থাকার সময় নাই। তাই তারা রাতের ধারে জনগনের ভোটাধিকার খর্ব করে, জাল-জালিয়াতির মাধ্যমে ক্ষমতা দখল করেছে। তবে বর্তমানে সরকারের পায়ের তলার মাটি সরে গেছে। তারা কিছু পুলিশের উপর ভর করে চলার চেষ্টা করছে।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, য্গ্মু আহবায়ক সম্পাদক মাজহারুল ইসলাম ময়ুর, আলী আহাম্মদ লালা। আরও উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন, কবির হোসেন, রুবেল, জাহাঙ্গীর হোসেন, কামাল হোসেন, সামছুদ্দিন শেখ, আহাম্মদ হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির য্গ্মু আহবায়ক সম্পাদক মাজহারুল ইসলাম ময়ুর। এসময় জিয়াউর রহমানসহ বিএনপির প্রয়াত সকল নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে, খালেদা জিয়াসহ বিএনপির অসুস্থ নেতাকর্মীদের সুস্থ্যতা কামনায় দোয়া পরিচালনা করা হয়।
No posts found.